সোমবার ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৪৮, ৮ সেপ্টেম্বর ২০২৫

এশিয়া কাপে দারুণ লড়াইয়ের আভাস দিলেন রশিদ খান

এশিয়া কাপে দারুণ লড়াইয়ের আভাস দিলেন রশিদ খান
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান।

রোববার (৭ সেপ্টেম্বর) শারজাহতে অনুষ্ঠিত ফাইনালে আগে ব্যাট করে পাকিস্তান সংগ্রহ করে ১৪১ রান। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তান টিকতেই পারেনি পাকিস্তানি বোলারদের সামনে। মাত্র ৬৬ রানে অলআউট হয়ে যায় রশিদ খানের দল।

পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নওয়াজ ছিলেন বিধ্বংসী। তিনি হ্যাটট্রিকসহ মাত্র ১৯ রানে ৫ উইকেট শিকার করেন। আবরার ও সুফিয়ান নেন দুইটি করে উইকেট। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ১৭ রান আসে অধিনায়ক রশিদ খানের ব্যাট থেকে। ৭৫ রানে হেরে ফাইনাল শেষ করে আফগানরা।

ম্যাচ শেষে রশিদ খান বলেন, “আমার মনে হয় স্কোরটা তাড়া করার মতো ছিল। কিন্তু আমরা নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারিনি। পাওয়ার প্লেতে পাঁচ উইকেট হারানোয় ম্যাচে ফেরাটা অসম্ভব হয়ে পড়ে।”

শারজাহর উইকেট নিয়ে রশিদ মন্তব্য করেন, “ম্যাচের আগে উইকেট একরকম মনে হলেও খেলায় তা ভিন্ন আচরণ করে। এত স্পিন দেখে আমি অবাক হয়েছি। এশিয়া কাপে ভালো করতে হলে এখান থেকে শিক্ষা নিতে হবে।”

আফগানিস্তান এশিয়া কাপে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও হংকংয়ের সঙ্গে একই গ্রুপে আছে। রশিদ আশাবাদী, টুর্নামেন্টে দল ঘুরে দাঁড়াবে।

“গত আট-নয় মাস আমরা একসাথে খুব বেশি টি-টোয়েন্টি খেলিনি। এই সিরিজ আমাদের আত্মবিশ্বাস দেবে। আমার বিশ্বাস, এশিয়া কাপ আমাদের জন্য দারুণ ও উত্তেজনাপূর্ণ হবে।”

ফাইনালের জয় শেষে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী বলেন, “আমরা এমন প্রস্তুতি নিতে চেয়েছিলাম যা এশিয়া কাপে কাজে দেবে। ঘরের মাঠে বাংলাদেশ সিরিজ থেকে আমাদের ফর্ম ভালো যাচ্ছে। এখন আমরা পুরোপুরি প্রস্তুত।”

সম্পর্কিত বিষয়: