বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

আন্তজার্তিক ডেস্ক :

প্রকাশিত: ১৯:১১, ৭ মে ২০২৫

জেইএম-এর দাবি

ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত
সংগৃহীত

ভারতের সামরিক অভিযানে পাকিস্তানের বাহাওয়ালপুরে একটি মসজিদে হামলায় জইশ-ই-মোহাম্মদ প্রধান মাসুদ আজহারের পরিবারের অন্তত ১০ সদস্য ও তার সংগঠনের ৪ ঘনিষ্ঠ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে জইশ-ই-মোহাম্মদ (জেইএম)। খবর বিবিসির।

জেইএম জানায়, বাহাওয়ালপুরে অবস্থিত সুবাহান আল্লাহ মসজিদে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চালানো হামলায় নিহতদের মধ্যে রয়েছেন মাসুদ আজহারের বড় বোন ও তার স্বামী, ভাতিজা ও তার স্ত্রী, একজন ভাগ্নি এবং পরিবারের পাঁচজন শিশু।

সংগঠনটির বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই হামলায় মাসুদ আজহারের তিনজন ঘনিষ্ঠ সহযোগী এবং তাদের একজনের মা-ও প্রাণ হারিয়েছেন।

এ হামলার দায়ভার এখনো আনুষ্ঠানিকভাবে ভারত স্বীকার না করলেও ভারতীয় গণমাধ্যম এবং প্রতিরক্ষা সূত্রে জানা গেছে, এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় বাহিনীর এই অভিযানের পর ভারত-পাকিস্তান সীমান্ত অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এর আগে গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের লক্ষ্য করে চালানো এক বন্দুকধারীর হামলায় অন্তত ২৬ জন নিহত হন। সেই ঘটনার পর থেকেই দুই প্রতিবেশী দেশের মধ্যে সামরিক উত্তেজনা তীব্রতর হয়ে ওঠে।

উল্লেখ্য, জইশ-ই-মোহাম্মদ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারত-শাসিত কাশ্মীরে পুলওয়ামায় এক আত্মঘাতী হামলা চালিয়ে ৪০ জন ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্যকে হত্যা করেছিল, যা দুই দেশের মধ্যে প্রায় যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছিল।