সোমবার ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রাহায়ণ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯, ৭ ডিসেম্বর ২০২৫

অভিষেক শর্মার ১০০ ছক্কার বিশ্বরেকর্ড

অভিষেক শর্মার ১০০ ছক্কার বিশ্বরেকর্ড
ছবি: সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের তরুণ উদীয়মান তারকা অভিষেক শর্মা আবারও জায়গা করে নিলেন রেকর্ডবইয়ে।

শনিবার (৬ ডিসেম্বর) হায়দরাবাদে সৈয়দ মুশতাক আলি ট্রফির এলিট গ্রুপ ‘সি’-এর ম্যাচে সার্ভিসেসের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলে এক ক্যালেন্ডার বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ ছক্কা হাঁকানো প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েন ২৩ বছর বয়সী এই ব্যাটার।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করা অভিষেক তার দ্বিতীয় ছক্কাতেই পেয়ে যান এই অনন্য মাইলফলক। সেই মুহূর্তেই নিশ্চিত হয় নতুন রেকর্ডের জন্ম। শেষ পর্যন্ত তিনি খেলেন ৩৪ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৬২ রানের দুর্দান্ত ইনিংস।

২০২৫ সালে অভিষেক শর্মার ছক্কার সংখ্যা সত্যিই বিস্ময়কর—

  • আন্তর্জাতিক টি-টোয়েন্টি: ১৭ ম্যাচে ৪৭ ছক্কা
  • আইপিএল ২০২৫ (সানরাইজার্স হায়দরাবাদ): ১৪ ম্যাচে ২৮ ছক্কা
  • সৈয়দ মুশতাক আলি ট্রফি: ৬ ম্যাচে ২৬ ছক্কা

সব মিলিয়ে ৩৭ ম্যাচে মোট ১০১ ছক্কা মেরে অনন্য এই কীর্তি গড়েছেন অভিষেক।

ভারতের পূর্ববর্তী রেকর্ডটিও ছিল তার দখলে—২০২৪ সালে তার ছক্কার সংখ্যা ছিল ৮৭। এর আগে জাতীয় রেকর্ড ছিল সূর্যকুমার যাদবের (৮৫ ছক্কা, ২০২২)।

বিশ্ব ক্রিকেটে এক বছরে সর্বোচ্চ টি-টোয়েন্টি ছক্কার রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরানের—২০২৪ সালে ৭৬ ম্যাচে ১৭০ ছক্কা। টি-টোয়েন্টির কিং ক্রিস গেইল প্রথম ব্যাটার হিসেবে এক বছরে ১০০ ছক্কার ম্যাজিক ফিগার ছুঁয়েছিলেন (২০১১ সালে), পরবর্তীতে আরও ছয়বার এই কীর্তি স্পর্শ করেন তিনি।

চলতি বছর বিশ্বব্যাপী ছক্কায় শীর্ষে আছেন অস্ট্রিয়ার করণবীর সিং—৩২ ম্যাচে ১২২ ছক্কা।

এদিকে ভারতের সামনে রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেখানে মাত্র ৩টি ছক্কা মারলেই অভিষেক শর্মা হবেন টেস্ট খেলুড়ে দেশের মাত্র দ্বিতীয় ক্রিকেটার, যিনি এক বছরে ৫০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ছক্কা হাঁকানোর কীর্তি গড়বেন।

জনপ্রিয়