নেতানিয়াহুর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার বিরোধিতা করে জেরুজালেমে ব্যাপক বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে যায় এবং তার বাড়ির সামনে আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানায়।
বুধবার (৩ সেপ্টেম্বর) টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে জানানো হয়, এসময় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পাশাপাশি নেসেট ভবনের সামনেও বিপুল সংখ্যক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন। অন্যদিকে একটি দল কিছুক্ষণের জন্য রেললাইন অবরোধ করলে পুলিশ তাদের বিরুদ্ধে জল কামান ব্যবহার করে এবং টেনেহিঁচড়ে সরিয়ে দেয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, গাজা দখল পরিকল্পনা বাস্তবায়িত হলে হামাসের হাতে আটক ইসরাইলি জিম্মিদের জীবন ঝুঁকিতে পড়বে। তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেতানিয়াহু যুদ্ধ দীর্ঘায়িত করছেন এবং বন্দি বিনিময়ের চুক্তি এড়িয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, গাজায় বর্তমানে হামাসের কাছে ৪৮ জন ইসরাইলি জিম্মি রয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। এর মধ্যে মাত্র ২০ জন জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে।