বৃহস্পতিবার ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:০৩, ৪ সেপ্টেম্বর ২০২৫

পর্তুগালে ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫

পর্তুগালে ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫
সংগৃহীত

পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে ভয়াবহ ফানিকুলার দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ‘এলিভাদোর গ্লোরিয়া’ নামের ফানিকুলারটি দ্রুতগতিতে নিচে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ভবনে ধাক্কা খায়। মুহূর্তেই এটি ভেঙে চুরমার হয়ে যায়।

দুর্ঘটনার পাঁচ মিনিটের মধ্যেই পুলিশ ও দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। আহতদের লিসবনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক গর্ভবতী নারী ও তার শিশুকেও গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

নিহত ও আহতদের মধ্যে স্থানীয় ও বিদেশি নাগরিক রয়েছেন। তবে বিদেশিদের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

ঘটনার পর বৃহস্পতিবার পর্তুগালে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। লিসবনে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন শহরের মেয়র কার্লোস মোয়েদা। তিনি বলেন, “আমাদের শহরে এমন একটি মর্মান্তিক ঘটনা আগে কখনো ঘটেনি। ভুক্তভোগীদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে থাকবে শহর কর্তৃপক্ষ।”

‘এলিভাদোর গ্লোরিয়া’ নামের এ ফানিকুলারটি ১৮৮৫ সাল থেকে চালু আছে। প্রায় ১৪০ বছর ধরে রেস্তোরাদোরেস থেকে বাইরো আলতো এলাকায় যাত্রী পরিবহন করে আসছে এটি। সাত পাহাড়ের শহর লিসবনে উঁচু-নিচু পথে যাতায়াত সহজ করতে একাধিক ফানিকুলার চালু রয়েছে। তবে দুর্ঘটনার পর আপাতত সব ফানিকুলার সেবা বন্ধ রাখা হয়েছে।

সূত্র: রয়টার্স, বিবিসি