মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৬:২২, ৯ সেপ্টেম্বর ২০২৫

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি বার্তা দিল দূতাবাস!

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জরুরি বার্তা দিল দূতাবাস!
সংগৃহীত

জাতীয় নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার জন্য অনুরোধ করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নেপালের বাংলাদেশ দূতাবাস এক বার্তায় এ অনুরোধ করেছে।

বার্তায় বলা হয়েছে, জরুরি নিরাপত্তা পরিস্থিতির কারণে নেপালে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিককে ঘর বা হোটেলে অবস্থান করার জন্য অনুরোধ করা হ‌চ্ছে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের নেপাল ভ্রমণ না করার জন‌্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া, যেকোনো জরুরি পরিস্থিতিতে নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।