মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ০৯:৫৪, ৯ সেপ্টেম্বর ২০২৫

উত্তরা থেকে আন্তর্জাতিক মানবপাচার চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

উত্তরা থেকে আন্তর্জাতিক মানবপাচার চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার
সংগৃহীত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যে রাজধানীর উত্তরা এলাকা থেকে আন্তর্জাতিক মানবপাচার চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। মানবপাচারের পর জিম্মি করে টাকা আদায়ের ঘটনার পর ডিএমপির হাজারীবাগ থানায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা করেন। এরপর অভিযান চালিয়ে চক্রের সদস্যদের গ্রেপ্তার করে র‍্যাব। 

রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানা এলাকার ১১ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ‎

গ্রেপ্তারকৃতরা হলেন- চক্রের প্রধান আমিনুল ইসলাম, সহযোগী আব্দুল হাকিম, নূর ইসলাম, আসাদুজ্জামান ও শাহরিয়ার শেখ মুরাদ।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৯টি পাসপোর্ট, ১০টি স্মার্ট ফোন, ১টি বাটন ফোন ও মানবপাচারের মাধ্যমে অর্জিত নগদ এক কোটি ছাপ্পান্ন লাখ ছাব্বিশ হাজার টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ভিসা এবং পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ বিশেষ করে বেকার যুবকদের টার্গেট করে গত কয়েক বছরে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে আবদুল্লাহ-আমিনুল এর মানবপাচার চক্রটি। দীর্ঘদিন ধরে তারা তাদের এসব কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। ইউরোপে পাঠানোর কথা বলে জন প্রতি ২০/২৫ লাখ টাকা নেয় চক্রটি। 
বাংলাদেশ থেকে আমিনুল এবং লিবিয়া থেকে আবদুল্লাহ পাচারের এই কার্যক্রম তত্ত্বাবধান করে থাকে। পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে প্রথমে ভুয়া ভিসা তৈরি করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠায় চক্রটি। ইউরোপে নিয়ে যাওয়ার রুট হিসেবে চক্রটি দীর্ঘদিন প্রথমে মিশর এবং পরে মিশর থেকে লিবিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশে ঝুঁকিপূর্ণ ও অবৈধ নৌ রুট ব্যবহার করে আসছে।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, আসামি আমিনুল ইসলাম একজন মানবপাচারকারী। মামলার বাদীর ভাই ভিকটিম জাহিদ হোসেনকে প্রধান আসামি ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ২০ লাখ টাকা দাবি করে। ভিকটিম তার কথামত বিভিন্ন সময় টাকা দেয়। পরে ১৩ জুলাই প্রধান আসামি আমিনুলের নির্দেশে ভিকটিমকে মদিনা হয়ে মিশরে নিয়ে যায়। তারপর অজ্ঞাত আসামিরা তাকে মিশরে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় বাদী ডিএমপির হাজারীবাগ থানায় মামলা করেন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‍্যাব।

সম্পর্কিত বিষয়: