সোমবার ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রাহায়ণ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯, ১৭ নভেম্বর ২০২৫

রায়ের আগে রয়টার্সের সাক্ষাৎকারে যা বললেন জয়

রায়ের আগে রয়টার্সের সাক্ষাৎকারে যা বললেন জয়
ছবি: সংগৃহীত

জুলাই গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা করা হবে। এই রায় ঘোষণার আগে রবিবার রয়টার্সকে একটি সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনার পুত্র ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

২০২৪ সালের আগস্টে বাংলাদেশ থেকে পালানোর পর থেকে শেখ হাসিনা দিল্লিতে নির্বাসনে আছেন। রায়ের বিষয়ে সজীব ওয়াজেদ বলেন, ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে এবং ‘একজন রাষ্ট্রপ্রধানের মতোই’ তিনি সেখানে আছেন।

তিনি বলেন, ‘আমরা জানি রায় কী হবে। তারা এটি টেলিভিশনে প্রচার করছে। তারা তাকে দোষী সাব্যস্ত করবে এবং সম্ভবত মৃত্যুদণ্ড দেবে। কিন্তু তারা আমার মাকে কী করতে পারবে? আমার মা ভারতে নিরাপদে আছেন। ভারত তাকে পূর্ণ নিরাপত্তা দিচ্ছে।’

এর আগে গত অক্টোবরে রয়টার্সকে হাসিনা জানান, তিনি দিল্লিতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারেন, যদিও নিরাপত্তা বিবেচনায় সতর্ক থাকতে হচ্ছে। 

জয় বলেন, দেশীয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর রায় ‘অবশ্যম্ভাবী’, কারণ ‘এই বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নাটক ছাড়া কিছু নয়।’

জয় বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হলে তারা কোনো আপিল করবেন না, যতক্ষণ না একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতায় আসে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারে।

আওয়ামী লীগের নিবন্ধন ২০২৪ সালের মে মাসে স্থগিত করা হয়। সরকার দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে।

জয় বলেন, ‘আমরা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হতে দেব না। সামনে আমাদের আন্দোলন আরো শক্তিশালী হবে এবং  আমরা যা কিছু করা দরকার তা করব।’

জনপ্রিয়