সোমবার ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রাহায়ণ ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৯, ১৭ নভেম্বর ২০২৫

৩২ ভাঙার বুলডোজার রুখে দিল সেনাবাহিনী

৩২ ভাঙার বুলডোজার রুখে দিল সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

ধানমণ্ডি-৩২ এলাকায় দু’টি বুলডোজার ঢোকার চেষ্টা করলে সেনাবাহিনীর সদস্যরা তা বাধা দিয়ে ফেরত পাঠায়।

তাদের মতে, দেশের আইন অনুযায়ী এ ধরনের উদ্যোগের অনুমতি দেওয়ার সুযোগ নেই।

সোমবার দুপুরের দিকে ট্রাকে করে বুলডোজারগুলো ওই এলাকায় তোলা হয়। তখন বুলডোজারের ওপর থাকা কয়েকজন তরুণকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

পরিস্থিতি তীব্র হলে ধানমণ্ডি-৩২ ঘিরে সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।

নিজেকে ‘জুলাই স্মৃতি সংরক্ষণ পরিষদের’ আহ্বায়ক হিসেবে পরিচয় দেওয়া নাহিদ হাসান দাবি করেন, “হাসিনা দেশ ছেড়ে পালানোর পর প্রথমবার ধানমণ্ডি-৩২ ভাঙার কাজ আমরাই শুরু করেছিলাম। পুরোপুরি শেষ করা যায়নি।

আজ রায় ঘোষণার দিন আমরা আশা করছি, শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতির অধ্যায় এখানেই শেষ হয়ে যাবে।”

জনপ্রিয়