রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুর ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাক হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৭টা ৩০ মিনিটে নিজের আইডি থেকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে তিনি লেখেন, “আমার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। সকলের অবগতির জন্য বিষয়টি জানানো হল।"
এর ঠিক এক মিনিট আগে, অর্থাৎ ৭টা ২৯ মিনিটে, একই ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়, যেখানে শুধু “Resignation” শব্দটি এবং একটি হ্যাশট্যাগ ব্যবহার করা হয়।



























