বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রাহায়ণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৬, ৩ ডিসেম্বর ২০২৫

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে দিনাজপুর
ছবি: সংগৃহীত

দিনাজপুরে তাপমাত্রার পারদ আবারও গড়িয়ে ১১.৫ সেলসিয়াসে এসে ঠেকেছে—দেশের শীতলতম জনপদে পরিণত হয়েছে শহরটি। ভোরের আকাশে আলো ছড়ানোর আগেই কুয়াশার ঘুর্ণায়মান চাদরে ঢাকা পড়ছে মাঠ–ঘাট, সড়ক–জনপদ। রাত যত গভীর হয়, কুয়াশা ততই যেন তার রাজত্ব বিস্তার করে। হিমেল বাতাসের ধারালো ঠান্ডা আর কুয়াশার দমবন্ধ করা ঘনত্ব মিলে সৃষ্টি করেছে শীতের এক কাঁপন ধরানো পরিবেশ।

বুধ্বার (৩ ডিসেম্বর) সকাল ৬টায় দিনাজপুরে চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, জেলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপ বাড়ছে। তবে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পুরো জেলায় ঘন কুয়াশা, উত্তর দিক থেকে আশা হিমেল বাতাস ও কনকনে শীত বিরাজ করে। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করে।

অটোরিকশা চালক আব্বাস বলেন, গত দুই দিন থেকে যে পরিমাণ ঠান্ডা বাতাস বইছে, তাতে মানুষ বাড়ি থেকে কম বের হয়। এজন্য ভাড়া কমে গেছে।

দিনাজপুর জেলা আবহাওয়া অফিস ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, আজ বুধ্বার সকাল ৬টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ।

তিনি আরও জানান, সকাল ৬টায় দেশের অন্যান্য কয়েকটি স্থানের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১২.২, রংপুরে ১৪.০, সৈয়দপুর ১২.৮, নীলফামারীর ডিমলায় ১৩.০, বগুড়ায় ১৫.০, পাবনার ঈশ্বরদীতে ১৩.৩, রাজশাহীতে ১২.৭, কুড়িগ্রামের রাজারহাটে ১২.৩, নওগাঁর বদলগাছিতে ১২.১, যশোরে ১৪.৬, চুয়াডাঙ্গায় ১৩.৭ এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

জনপ্রিয়