মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:৪৫, ১৫ ডিসেম্বর ২০২৫

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এসেছে এয়ার অ্যাম্বুলেন্স

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এসেছে এয়ার অ্যাম্বুলেন্স
ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি-কে সিঙ্গাপুর নেওয়ার উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স আজ সোমবার (১৫ ডিসেম্বর) ঢাকায় পৌঁছেছে।

বেলা ১১টার পর এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। সবকিছু ঠিক থাকলে আজ দুপুরেই তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও ভ্রমণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল। সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল-এর অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তার চিকিৎসার সব ব্যয় রাষ্ট্র বহন করবে। দ্রুত সুস্থতার জন্য প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

জনপ্রিয়