মঙ্গলবার ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:২৭, ১৫ ডিসেম্বর ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরু

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি শুরু
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ তিন দফা দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে ছাত্র-জনতার সঙ্গে মিছিল শুরু করেছে।

মিছিলটি ডাকসু ভবনের সামনে থেকে শুরু হয়ে টিএসসি হয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হয়। অংশগ্রহণকারীরা চলাকালে বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে রয়েছে: “সুশীলতার দিন শেষ, জবাব চায় বাংলাদেশ”, “এক হাদি হাসপাতালে, লক্ষ হাদি রাজপথে” এবং “আমরা সবাই হাদি হবো, হাদির মুখে কথা কবো”। শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কটাক্ষ করে স্লোগানও দেন।

ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, “আমরা ডাকসু ভবনের সামনে থেকে মিছিল শুরু করে টিএসসি হয়ে সচিবালয়ের সামনে অবস্থান নেব। আমাদের দাবি স্পষ্ট, যারা হাদির ওপর হামলায় জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”

জনপ্রিয়