বৃহস্পতিবার ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৬:১৭, ৮ মে ২০২৫

লেবাননের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

লেবাননের রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
সংগৃহীত

লেবাননে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন দেশটির রাষ্ট্রপতি জেনারেল জোসেফ আউনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।

স্থানীয় সময় বুধবার (৭ মে) লেবাননের রাষ্ট্রপতি ভবনে দেশ‌টির রাষ্ট্রপ‌তির কা‌ছে পরিচয়পত্র পেশ করেন বাংলা‌দে‌শের রাষ্ট্রদূত।

পরিচয়পত্র দেওয়া শেষে লেবাননের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত সংক্ষিপ্ত বৈঠকে মিলিত হন। বৈঠকে রাষ্ট্রদূত লেবাননের রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা পৌঁছে দেন। লেবাননের রাষ্ট্রপতি রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান এবং তার দায়িত্ব পালনে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এ সময় রাষ্ট্রপতি বৈরুত পোর্ট বিস্ফোরণ ও পরবর্তী দুর্যোগপূর্ণ সময়ে বাংলাদেশ জনগণের পক্ষ থেকে পাঠানো মানবিক সহায়তার কথা বিশেষভাবে উল্লেখ করেন।

এছাড়া তিনি লেবানন ও বাংলাদেশের মধ্যকার ভ্রাতৃত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

বৈঠকে রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে ও দুই দেশের জনগণের জন্য তা অর্থবহ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, লেবানন সরকারের সঙ্গে একযোগে কাজ করতে বাংলা‌দেশ দৃঢ়প্রতিজ্ঞ।