উত্তরায় হোটেলে অসামাজিক কার্যকলাপ, ৮ নারী ও ৯ পুরুষ আটক

রাজধানীর উত্তরায় হোটেল গ্র্যান্ড ইন-এ অসামাজিক কার্যকলাপের অভিযোগে অভিযান চালিয়ে ৮ নারী ও ৯ পুরুষকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) রাত ১০টার দিকে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) এবি সিদ্দিক গণমাধ্যমকে জানান, গোপন সূত্রে তারা জানতে পারি হোটেল গ্র্যান্ড ইন-এ অনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এরপর নির্দিষ্ট সময় অনুযায়ী অভিযান পরিচালনা করা হলে অভিযোগের সত্যতা মেলে। ঘটনাস্থল থেকেই ১৭ জনকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এই হোটেলকে কেন্দ্র করে অনৈতিক কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল ও গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপের অভিযোগ নতুন নয়। এসব অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।