বৃহস্পতিবার ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৮:৪৬, ২২ জুলাই ২০২৫

সচিবালয়ে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ৪০

সচিবালয়ে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে আহত ৪০
সংগৃহীত

শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪০ শিক্ষার্থী আহত হয়েছে।

 

মঙ্গলবার (২২ জুলাই) সচিবালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।আহত শিক্ষার্থীরা হলেন, আশিক(১৯) রাকিবুল হাসান(২১) আসাদ আহমেদ (১৮), হাসান (১৮), আফসানা(১৮) মুগ্ধ (১৯) অন্তর(২০) শাকিল (২৩) শাওন (১৯), তানসিন (২০)সিয়াম (১৮),মাহিম (১৮), রেদোয়ান ইসলাম (২০), হাসিব (১৮) নেহাল (২০)সহ আরও অনেকে।

 

আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।আহত শিক্ষার্থীরা জানান, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আজ সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিল। এসময় পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে আন্দোলনকারীরা সংঘর্ষে জড়ান। এসময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্দোলনকারী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ করে। এতে প্রায় ৪০ জন শিক্ষার্থী আহত হন বলে জানা যায়।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, ‘সচিবালয়ের সামনে থেকে প্রায় ৪০ জন আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।’

সম্পর্কিত বিষয়: