বাহরাইনের বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাহরাইনের বিদ্যুৎ ও পানিবিষয়ক মন্ত্রী ইয়াসির বিন ইব্রাহিম হুমাইদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।
রবিবার (২৭ জুলাই) বাহরাইনের বিদ্যুৎ ও পানি মন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
মানামার বাংলাদেশ দূতাবাস জানায়, সাক্ষাৎকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বিদ্যুৎ, পানি ও জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপায়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
বাহরাইনের মন্ত্রী রাষ্ট্রদূতের সুস্বাস্থ্য ও বাহরাইনে কূটনৈতিক দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা এবং ভ্রাতৃপ্রতিম বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।