মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সপ প্রতিবেদক :

প্রকাশিত: ২২:২২, ২৮ জুলাই ২০২৫

মাইলস্টোন দুর্ঘটনা:

ভারতীয় মেডিকেল টিম কার্যক্রম শেষে ফিরে গেল দিল্লিতে

ভারতীয় মেডিকেল টিম কার্যক্রম শেষে ফিরে গেল দিল্লিতে
সংগৃহীত

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর বাংলাদেশে আগত ভারতীয় মেডিকেল বিশেষজ্ঞদের চার সদস্যবিশিষ্ট টিমটি আজ সন্ধ্যায় তাঁদের কার্যক্রম সম্পন্ন করে নয়াদিল্লির উদ্দেশে রওনা হয়েছে।

উল্লেখ্য, ২১ জুলাই ২০২৫ তারিখে মাইলস্টোন ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত হয়ে বহু শিক্ষক-শিক্ষার্থী আহত হন এবং প্রাণহানিও ঘটে। ঘটনার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাৎক্ষণিকভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল ও সফদরজং হাসপাতালের বিশেষজ্ঞগণের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল টিম ২৩ জুলাই বাংলাদেশে এসে পৌঁছে।

ঢাকায় অবস্থানকালে ভারতীয় মেডিকেল দলটি জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট (এনআইবিপিএস)-এ বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে কাজ করে। তাঁরা দুর্ঘটনায় আহতদের চিকিৎসা ও পুনর্বাসন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে গুরুতর দগ্ধদের চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তি ও পদ্ধতিগুলোর প্রশংসা করেন তাঁরা।

ভারতীয় টিম জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের যেকোনো দুর্যোগে জরুরি সাড়া দেওয়ার জন্য ভারত প্রস্তুত রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে প্রয়োজনে ভারতে উন্নত চিকিৎসার ব্যবস্থারও আশ্বাস দেয়া হয়েছে।।এর আগে, তাঁদের বাংলাদেশে পৌঁছানো এবং এনআইবিপিএস-এ কার্যক্রম শুরুর বিষয়টি গত সপ্তাহে সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। আজকের সর্বশেষ আপডেটে জানা গেল, তাঁরা সফলভাবে সব কার্যক্রম শেষ করে নিজ দেশে ফিরেছেন।

বাংলাদেশে ঘটে যাওয়া এই শোকাবহ ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় মেডিকেল টিমের দ্রুত সাড়া ও কার্যকর সহযোগিতা দুই দেশের মধ্যে বিদ্যমান হৃদ্যতা ও পারস্পরিক সহানুভূতির শক্তিশালী নিদর্শন বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

সম্পর্কিত বিষয়: