আলুর সর্বনিম্ন দাম বেঁধে দিলো সরকার

আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করতে কোল্ড স্টোরেজ গেটপ্রতি কেজিতে সর্বনিম্ন ২২ টাকা মূল্য নির্ধারণ করেছে সরকার। পাশাপাশি ৫০ হাজার মেট্রিক টন আলু সরকারি উদ্যোগে ক্রয় করে হিমাগারে সংরক্ষণ করা হবে, যা আগামী অক্টোবর-নভেম্বর মাসে বাজারে বিক্রি করা হবে।
বুধবার (২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উৎপাদন খরচের তুলনায় বাজারে আলুর দাম কম থাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার নির্দেশনায় কৃষি সচিবের নেতৃত্বে চার সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। এতে বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন।
কমিটির সুপারিশের ভিত্তিতে সরকার আলুর ন্যূনতম দাম নির্ধারণ ও বিপণন ব্যবস্থা নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা দেওয়ার কথাও জানানো হয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহ দ্রুত এ বিষয়ে কার্যক্রম শুরু করবে।