ঢাকায় মব হুমকির মুখে দুই সাংস্কৃতিক অনুষ্ঠান পণ্ড

রাজধানীতে মব সন্ত্রাসের হুমকির মুখে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্ধারিত দুইটি সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিল হয়েছে। অনুষ্ঠান দুটি হওয়ার কথা ছিল বাংলামটরের বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে।
সন্ধ্যা ৭টায় দেশের অন্যতম আবৃত্তি সংগঠন স্রোত আবৃত্তি সংসদ আয়োজন করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে ‘দ্রোহে জাগরণে রবীন্দ্রনাথ’ আবৃত্তি অনুষ্ঠান। অন্যদিকে, সন্ধ্যা ৬টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ৫ তলায় নতুন আবৃত্তি সংগঠন শব্দসুধা’র আত্মপ্রকাশ অনুষ্ঠান হওয়ার কথা ছিল।
কিন্তু ‘ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক ঐক্য’ নামের একটি পক্ষ বিকাল ৪টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের সামনের গলিমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। তারা দাবি করে, “শিল্প-সাহিত্য-সংস্কৃতির ছদ্মবরণে নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিবাদী কর্মকাণ্ড”-এর প্রতিবাদে তারা কর্মসূচি পালন করবে। এ হুমকি ও পরিস্থিতির কারণে আয়োজকরা অনুষ্ঠান বাতিলে বাধ্য হন।
স্রোত আবৃত্তি সংসদ তাদের ফেসবুক পেজে জানায়, “সংস্কৃতিকর্মী হিসেবে আমরা শান্তিতে বিশ্বাস করি। সংঘাত এড়াতে আজকের অনুষ্ঠান স্থগিত করা হলো।”
এ ঘটনায় সাংস্কৃতিক মহলে হতাশা দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, মুক্তচিন্তা ও সাংস্কৃতিক চর্চার জন্য এটি একটি অশনি সংকেত।