শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচন নিয়ে যা বললেন রুমিন ফারহানা

জাকসু নির্বাচন নিয়ে যা বললেন রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, সারাদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের পরিস্থিতি নিয়ে আলোচনা চলে। তিনি জানান, মুহূর্তে মুহূর্তে খবরের আপডেট আসছে।

তিনি বলেন, “আমরা দেখেছি ছাত্রদলের প্যানেলে যারা ছিলেন, তারা সংবাদ সম্মেলন করেছেন। এছাড়া শিবিরের প্যানেলও সংবাদ সম্মেলন করেছে। পাশাপাশি যারা হল থেকে প্রার্থী হয়েছেন, তারাও বিভিন্ন সময়ে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। তিনজন শিক্ষকও এই নির্বাচনকে বর্জন করেছেন। তারা প্রত্যেকেই একই ধরনের অভিযোগ এনেছেন। কারচুপির কথাই এসেছে। আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার বিষয়ও শোনা গেছে।”

রুমিন ফারহানা একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে বলেন, “একটি হলে ভোটারের সংখ্যা ২৯৯, কিন্তু সেই হলে ৪০০টি ব্যালট কেন পাঠানো হলো? বলা হয়েছে ১০ থেকে ২০ শতাংশ বেশি ব্যালট পেপার ছাপানো হয়েছে। ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল, সেটিও করা হয়নি। ফলে যে কেউ ইচ্ছামত ভোট দিতে পেরেছে। প্রার্থীরা সন্দেহ করছেন, প্যানেলগুলোও সন্দেহ করছে, এমনকি যারা আসলে ভোটার নন, তারাও ভোট দিতে পেরেছে।”

তিনি আরও বলেন, “কেবলমাত্র ছাত্রদল নয়, অন্য যে কোনো প্যানেলও এই ভোটকে স্বচ্ছ ও পরিচ্ছন্ন মনে করছে না এবং প্রশাসনও দায়িত্ব সঠিকভাবে পালন করেনি। বিএনপি তাই নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের কারণ পরিষ্কার। তবে সেই কারণকে গ্রহণ করা বা অজুহাত হিসেবে দেখানো মানুষের নিজস্ব বিচার।”

সম্পর্কিত বিষয়: