শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:২৯, ১৩ সেপ্টেম্বর ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের সামনে বড় রেকর্ডের হাতছানি

শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের সামনে বড় রেকর্ডের হাতছানি
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের প্রথম ম্যাচেই ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস। হংকংয়ের বিপক্ষে দেড়শ’র বেশি স্ট্রাইক রেটে ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। সেই সঙ্গে দেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হয়েছেন তিনি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামলেই লিটনের সামনে থাকছে আরও বড় সুযোগ—টি-২০ ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিক হওয়ার।

বর্তমানে এই রেকর্ড দখলে আছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তিনি করেছেন ২৫৫১ রান। লিটনের সংগ্রহ ২৪৯৬। অর্থাৎ, শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ৫৬ রান করলেই দিনাজপুরের এই ব্যাটার টপকে যাবেন সাকিবকে। উল্লেখযোগ্য বিষয় হলো, সাকিবের চেয়ে অন্তত ১৭ ম্যাচ কম খেলে এই কীর্তি গড়ার হাতছানি রয়েছে তার সামনে।

শুধু রানেই নয়, নেতৃত্বেও এগিয়ে যাচ্ছেন লিটন। এ বছর শর্টার ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তার ব্যাট থেকেই এসেছে। হংকংয়ের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদকে পেছনে ফেলে ছক্কা হাঁকানোর রেকর্ড দখলে নিয়েছেন। রান সংখ্যাতেও টপকে গেছেন এই অভিজ্ঞ ক্রিকেটারকে।

অধিনায়ক হিসেবেও লিটনের পরিসংখ্যান উজ্জ্বল। টি-২০তে মাশরাফী বিন মোর্ত্তজা ও নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্বে ১০টি করে জয় এনে দিয়েছেন। লিটন ২০ ম্যাচেই জিতিয়েছেন ১১টি। সামনে আছেন মাহমুদউল্লাহ ও সাকিব—যাদের জয় সমান ১৬টি করে।

সব মিলিয়ে ব্যাট হাতে ও অধিনায়কত্বে এগিয়ে চলা লিটন কুমার দাসের সামনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটাই হতে পারে নতুন ইতিহাস রচনার মঞ্চ।