ববিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, উপাচার্যসহ আহত ১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ফুটবল খেলাকে কেন্দ্র করে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভোলা রোডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৫টার দিকে নবনির্মিত বিটাক ভবনের মাঠে খেলা চলাকালে এআইএস বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে মার্কেটিং বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ফয়সালের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ফয়সালকে ক্ষমা চাইতে বাধ্য করা হয়। পরে ফয়সাল বিষয়টি ব্যাচের গ্রুপে জানালে কয়েকজন সেখানে গেলে তাদেরও মারধর করা হয়। এতে মার্কেটিং বিভাগের তিন শিক্ষার্থী আহত হন। দুজনকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর উত্তেজিত মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গেট-১-এর সামনে জড়ো হন, অপরদিকে এআইএস বিভাগের শিক্ষার্থীরা বিটাক ভবনে অবস্থান নেন। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা সংঘর্ষ চলার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম ঘটনাস্থলে গেলে তিনিও আহত হন।
আহত মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মোস্তাক আহম্মেদ বলেন, “গ্রুপে মেসেজ দেখে ঘটনাস্থলে গিয়ে দেখি ফয়সালকে মারধর করা হচ্ছে। ছাড়াতে গেলে আমাকেও আক্রমণ করা হয়। পরে আমি প্রাণ বাঁচাতে দৌড়ে সরে আসি।”
অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানান, তারা মীমাংসার জন্য প্রস্তুত থাকলেও আপাতত কোনো মন্তব্য করতে চান না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসেন ফয়সাল বলেন, “উভয় বিভাগের সঙ্গে কথা বলে আমরা সমাধানের চেষ্টা করছি। আগামীকাল বসে বিষয়টি নিষ্পত্তি করা হবে। ইতোমধ্যে দুই বিভাগের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জেনেছি।”