ইসরায়েলি সাবেক সেনাপ্রধান
গাজার ১০ শতাংশ মানুষ আহত বা নিহত হয়েছে

গাজায় ইসরায়েলের লাগাতার হামলায় জনসংখ্যার অন্তত ১০ শতাংশ মানুষ আহত বা নিহত হয়েছেন বলে স্বীকার করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান হেরজি হালেভি।
২০২৩ সালের অক্টোবরে হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন হালেভি। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বন্দ্ব দেখা দিলে তিনি মার্চে পদত্যাগ করেন।
দক্ষিণ ইসরায়েলে এক কমিউনিটি সভায় তিনি বলেন, গাজার ২২ লাখ মানুষের মধ্যে অন্তত দুই লাখের বেশি হতাহত হয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, সাবেক সেনাপ্রধানের এ মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানের সঙ্গে তার তথ্যের মিল রয়েছে।
ইসরায়েল সরকার বরাবরই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়কে ‘হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়’ হিসেবে উল্লেখ করে হতাহতের সংখ্যা অস্বীকার করে আসছে। তবে আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে, ওই মন্ত্রণালয়ের তথ্য সঠিক।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গাজায় এখন পর্যন্ত ৬৪ হাজার ৭১৮ জন নিহত এবং ১ লাখ ৬৩ হাজার ৮৫৯ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপে আটকে পড়া বহু মানুষকে তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। শুধু শুক্রবারের হামলায়ই আরও ৪০ জন প্রাণ হারিয়েছেন।
এদিকে ফাঁস হওয়া এক ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে অন্তত ৮০ শতাংশই বেসামরিক মানুষ।