শনিবার ০১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০২৫

জাকসু নির্বাচন

৩৭ ঘণ্টা পরও চূড়ান্ত ফলাফল হয়নি, কখন হতে পারে ঘোষণা

৩৭ ঘণ্টা পরও চূড়ান্ত ফলাফল হয়নি, কখন হতে পারে ঘোষণা
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুরুর ৩৭ ঘণ্টা অতিক্রম হলেও এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। 

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত ২১টি হলের মধ্যে মাত্র ১২টির ভোট গণনা শেষ হয়েছে। ধারণা করা হচ্ছে, দুপুর নাগাদ ফলাফল ঘোষণা করা হতে পারে।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হলেও এখনো সম্পূর্ণ ফলাফল ঘোষণা হয়নি।

জনপ্রিয়