জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে ঐকমত্য না হলে গণভোট ছাড়া বিকল্প নেই : মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্যে না পৌঁছায়, তবে গণভোট ছাড়া আর কোনো বিকল্প থাকবে না।
বুধবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় পর্যায়ের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মঞ্জু বলেন, সংবিধান পরিবর্তন, সংস্কার, সংশোধন, নতুন করে প্রণয়ন কিংবা সংবিধান বাতিলের চূড়ান্ত ক্ষমতা জনগণের হাতে। তিনি বলেন, “জুলাই সনদ তৈরির সময় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করেছি, যদিও কয়েকটি বিষয়ে কারও কারও ভিন্নমত থাকতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের মূল অধিকার জনগণের।”
তিনি আরও বলেন, কমিশনের প্রস্তাবে জুলাই ঘোষণাপত্রের ২২ নম্বর অনুচ্ছেদ রেফারেন্স হিসেবে উল্লেখ করা হয়েছে। এর ফলে কিছু রাজনৈতিক দল ও নেতা এই ঘোষণাপত্রের বৈধতা নিয়ে মন্তব্য করছেন। যারা আজ এর বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন, তারা আগামী সংসদে এ সনদ বাস্তবায়ন ও এর প্রতি সম্মান রাখবেন কি না—এ প্রশ্নও তোলেন তিনি।
এ সময় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, সংবিধানে নেই বলে সংবিধান সংস্কার করা যাবে না—এ ধরনের অবস্থান অভ্যুত্থান প্রবণতার পরিপন্থী। তিনি সতর্ক করে বলেন, “যদি রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে নমনীয় না হয়, তবে জাতীয় ঐকমত্য কমিশনের পুরো প্রচেষ্টা ব্যর্থ হবে এবং জাতিকে গভীর সংকটে ফেলবে।”
তিনি আরও যোগ করেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি, অন্যথায় গণভোট ছাড়া কোনো পথ খোলা থাকবে না।