নির্বাচন নিয়ে কোনো তালবাহানা সহ্য করা হবে না: খায়ের ভূঁইয়া

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘নির্বাচনসংক্রান্ত ব্যাপারে আর কোনো টালবাহানা সহ্য করা হবে না। পতিত স্বৈরাচার, তাদের দোসর ও গণতন্ত্রের পুনরুদ্ধারের শত্রুরা বাংলাদেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আইনের আওতায় আনতে হবে।বাংলাদেশের জনগণ শাহাদাতবরণ করেছে, রক্ত দিয়েছে, আন্দোলন-সংগ্রাম করেছে এদেশে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য। তা যেন না হয় ষড়যন্ত্র চলছে।’
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের করাতিরহাটে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, ‘বাংলাদেশকে নিয়ে গভীর চক্রান্ত ও ষড়যন্ত্র হচ্ছে। সব ষড়যন্ত্র রুখতে ৯০এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২৪-এর গণ-অভ্যুত্থানের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা শহীদের রক্তের সঙ্গে মুনাফেকি করতে পারব না।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা (পশ্চিম) বিএনপির সাবেক আহবায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, বিএনপি নেতা রাব্বি এলাহী জহির, সাইদুর রহমান ভুট্টু, জামাল হোছাইন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুবদল নেতা আমির আহমেদ রাজু, ছাত্রদল নেতা আব্দুল মজিদ প্রমুখ।