বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৯:০৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫

টি-টোয়েন্টির এক নম্বর বোলার এখন বরুণ চক্রবর্তী

টি-টোয়েন্টির এক নম্বর বোলার এখন বরুণ চক্রবর্তী
ছবি: সংগৃহীত

আইসিসির হালনাগাদ করা টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়েছেন ভারতের বরুণ চক্রবর্তী। ৭১৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি উঠে এসেছেন তালিকার এক নম্বরে। এর মাধ্যমে জাসপ্রিত বুমরাহ ও রবি বিষ্ণুর পর মাত্র তৃতীয় ভারতীয় হিসেবে শীর্ষ বোলার হওয়ার গৌরব অর্জন করলেন বরুণ।

তার এই অগ্রগতিতে এক ধাপ পিছিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি।

এশিয়া কাপে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বেশ কয়েকজন বোলারের। শ্রীলঙ্কার নুয়ান থুশারা ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৬ নম্বরে। বাংলাদেশের বিপক্ষে তিনি ৪ ওভারে ১৭ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট। যদিও হংকংয়ের বিপক্ষে ছিলেন উইকেটশূন্য (৪ ওভারে ৩৬ রান)।

পাকিস্তানের সুফিয়ান মুকিম ৪ ধাপ এগিয়ে উঠেছেন ১১ নম্বরে। তার ঠিক পরেই অবস্থান এক ধাপ এগোনো ভারতের অক্ষর প্যাটেলের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৫ রানে ৩ উইকেট নেওয়া ইংল্যান্ডের জফরা আর্চার ৩ ধাপ এগিয়ে প্যাটেলের পরেই অবস্থান করছেন।

লঙ্কান পেসার দুশমন্থ চামিরা র‌্যাঙ্কিংয়ে এক লাফে ৩৩ ধাপ এগিয়ে পৌঁছেছেন ৭৮ নম্বরে। ইংল্যান্ডের স্যাম কারান ১৭ ধাপ এগিয়ে ৫০ নম্বরে, ভারতের কুলদীপ যাদব ১৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৩ নম্বরে।

বাংলাদেশি বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের র‌্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে। তবে উজ্জ্বল দিক তানজিম হাসান সাকিব—তিনি ৫ ধাপ এগিয়ে এসেছেন ৪২ নম্বরে।

ব্যাটারদের শীর্ষ পাঁচে বড় কোনো পরিবর্তন হয়নি। অভিষেক শর্মা শীর্ষস্থান ধরে রেখেছেন, তবে একধাপ করে এগিয়ে ফিলিপ সল্ট দ্বিতীয় ও জস বাটলার তৃতীয় স্থানে উঠে এসে তার অবস্থানকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন।

বাংলাদেশের তানজিদ তামিম ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৩৫ নম্বরে, আর জাকের আলী ৩ ধাপ এগিয়েছেন (এখনও পঞ্চাশের বাইরে)।

অলরাউন্ডারদের মধ্যে সিকান্দার রাজা এক ধাপ এগিয়ে দ্বিতীয় হয়েছেন। সাইম আয়ুব ৪ ধাপ এগিয়ে এখন ৬ নম্বরে। তবে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ (৩ ধাপ) ও রিশাদ হোসেন (২ ধাপ) দুজনেরই অবস্থান অবনমন হয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ