স্বাস্থ্য উপদেষ্টার উচিত দায়িত্ব থেকে সরে যাওয়া : রাশেদ খান

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি মনে করেন, অসুস্থ অবস্থায় দায়িত্ব নিয়ে জনগণের প্রত্যাশার পূরণ করতে পারছেন না স্বাস্থ্য উপদেষ্টা।
মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান। এ সময় তিনি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সুস্থতা কামনা করেন।
ফেসবুক পোস্টে রাশেদ খান বলেন, ‘স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। যাওয়ারই কথা। কারণ তিনি বাংলাদেশের চিকিৎসার ওপর আগেও আস্থা রাখতে পারেননি, এখনো পারছেন না। আস্থা রাখারই বা কোনো কারণ আছে? সবাই কি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী? স্বাস্থ্য উপদেষ্টা ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
এখনো নিয়মিত চিকিৎসা বা চেকআপ করাতে হয়। সম্ভবত পূর্বে যেখানে চিকিৎসা করিয়েছেন, সেখানেই ফলোআপ করাতে গেছেন।’ এ ক্ষেত্রে স্বাস্থ্য উপদষ্টা নূরজাহান বেগমের ওপর দোষ দিচ্ছেন না রাশেদ খান।
তিনি বলেন, ‘শারীরিক অসুস্থ অবস্থায় তার (উপদেষ্টা) থেকে চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনও আমি প্রত্যাশা করি না। তিনি তো ডাক্তারও নন, এ বিষয়ে বিশেষজ্ঞও নন। বরং একটা অসুস্থ মানুষের ওপর উপদেষ্টা নামক পদের বোঝা বাড়িয়ে দিয়ে তাকে আরো অসুস্থ বানিয়ে দেওয়া হয়েছে। এতে রাষ্ট্রের ব্যয়ও বাড়ছে। এই দোষ তো তার নয় বরং যারা তাকে বসিয়েছেন তাদের।’
রাশেদ খান বলেন, ‘তার (স্বাস্থ্য উপদেষ্টা) দোষ হলো, অসুস্থ অবস্থায় দায়িত্ব নিয়ে জনগণের প্রত্যাশার পূরণ করতে না পারার ঘৃণা কুড়ানো। তার উচিত, দায়িত্ব থেকে সরে গিয়ে বাকিটা জীবন চিন্তামুক্ত কাটানো। অন্যথায় এই দায়িত্বে থাকলে তিনি আরো অসুস্থ হয়ে পড়বেন। আমি তার সুস্থতা কামনা করি।’