বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২ আশ্বিন ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫

এআই ট্রেন্ডে গা ভাসালেন আলিয়া

এআই ট্রেন্ডে গা ভাসালেন আলিয়া
ছবি: সংগৃহীত

বিনোদন জগতে নতুন ট্রেন্ড এলেই যে বলিউড তারকারা সবার আগে ঝাঁপিয়ে পড়েন, তা আর নতুন কিছু নয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। সম্প্রতি তিনি গুগল জেমিনির নতুন এক এআই ট্রেন্ডে অংশ নিয়ে ভক্তদের আবেগে ভাসিয়েছেন।

এই ট্রেন্ডে ব্যবহারকারীরা তাদের শৈশবের একটি ছবি ও বর্তমানের একটি ছবি একত্রিত করে এমন এক দৃশ্য তৈরি করতে পারেন, যেখানে বর্তমানের তারা নিজেদের ছোটবেলার সত্তাকে বুকে জড়িয়ে ধরছেন। মাত্র কয়েক সেকেন্ডেই এমন আবেগঘন ছবি তৈরি করছে জেমিনির বিশেষ এআই ইমেজ জেনারেশন টুল ‘ন্যানো ব্যানানা’।

আলিয়ার একটি ফ্যান পেজে প্রথম প্রকাশিত হয় এমনই একটি ছবি—যেখানে বর্তমানের আলিয়া পরম মমতায় জড়িয়ে ধরছেন ছোটবেলার আলিয়াকে। ছবির ক্যাপশনে লেখা ছিল, “আমার ছোটবেলার আলিয়া এখনকার আমিকে নিয়ে ভীষণ গর্বিত হতো।” মুহূর্তেই ভাইরাল হওয়া এই ছবি পরে নিজেও শেয়ার করেন আলিয়া, ইনস্টাগ্রাম স্টোরিতে লিখে, “কখনো কখনো আমাদের শুধু আমাদের আট বছরের ভেতরের শিশুটিকে জড়িয়ে ধরা দরকার।”

ছবির ব্যাকগ্রাউন্ডে বাজছিল টেইলর সুইফটের জনপ্রিয় গান ‘দ্য ওয়ে আই লাভড ইউ’—যা ভক্তদের মধ্যে নস্টালজিয়া আরও বাড়িয়ে দেয়। বলিউডে গুগল জেমিনির এই আবেগঘন ট্রেন্ডে অংশ নেওয়া প্রথম তারকা হয়েই আলিয়া ভাট আবারও প্রমাণ করলেন, ট্রেন্ড ধরতে তিনি সবসময়ই এক ধাপ এগিয়ে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ