শাপলা কলি নয়, ফুল চায় এনসিপি
নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে। তবে ইসির এ সিদ্ধান্তে সন্তুষ্ট নয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ‘শাপলা কলি’ প্রতীকের তালিকায় যুক্ত করে গেজেট প্রকাশ করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এমন মন্তব্য জানান দলটির যুগ্ম সদস্য সচিব জহুরুল ইসলাম মুসা। তিনি বলেন, আমাদের ‘শাপলা কলি’ দেওয়া হলে তা আমরা মানি না। আমরা শপলাই চাই। ‘শাপলা কলি’ প্রতীকের তালিকায় যুক্ত করায় আমরা সন্তুষ্ট নই।
এর আগে আজ বৃহস্পতিবার বিকালে প্রতীকের তালিকায় শাপলা কলি যুক্ত করে গেজেট প্রকাশ করা হয়।
এর আগে কয়েক দফা নির্বাচন কমিশনের সঙ্গে শাপলা প্রতীক পেতে বৈঠক করেছে জাতীয় পার্টি (এনসিপি)। এছাড়া দলটির পক্ষ থেকে বারবার বলা হয়েছিলো শাপলা না দিলে তারা নিবন্ধন নেবে না। এমন পরিস্থিতিতে নতুন করে ‘শাপলা কলি’ যুক্ত করা হলো প্রতীকের তালিকায়।



























