বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৪১, ৩০ অক্টোবর ২০২৫

জুলাই সনদে বিএনপির সই করা পাতা নেই, অন্য পাতা যুক্ত করে জমা দেয়া

জুলাই সনদে বিএনপির সই করা পাতা নেই, অন্য পাতা যুক্ত করে জমা দেয়া
ছবি: সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত কোনো পাতা নেই। অন্য পাতা সেখানে যুক্ত করে জমা দেওয়া হয়েছে—এটা খুবই দুঃখজনক ও প্রতারণামূলক কাজ। জনগণের সঙ্গে এমন প্রতারণা চলতে পারে না।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের বাড়িতে এসব কথা বলেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে রাজবাড়ীর জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার।
রুহুল কবীর রিজভী বলেন, ড. মোহাম্মদ ইউনূস একজন সম্মানিত ব্যক্তি। তার নেতৃত্বে গঠিত সরকার ও কমিশনের কর্মকাণ্ড জনগণ আস্থা রেখেছিল। কিন্তু কমিশনের ভেতর থেকে এমন প্রতারণামূলক ঘটনা ঘটবে, মানুষ তা বিশ্বাস করতে পারছে না।

বিএনপির এই নেতা দাবি করেন, জুলাই সনদে ৪৭টি থেকে ৪৮টি ধারা রয়েছে, যেগুলো আইনগতভাবে কার্যকর করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে।

বক্তব্যে রিজভী বিএনপির জুলাই সনদের স্বাক্ষর পরিবর্তনের অভিযোগ তুলে ধরেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করেন।

সর্বশেষ

জনপ্রিয়