রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১৬:১২, ৪ মে ২০২৫

নির্বাচন কবে হবে জানতে চেয়েছে রাশিয়া: আমির খসরু

নির্বাচন কবে হবে জানতে চেয়েছে রাশিয়া: আমির খসরু
সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। আলোচনায় বাংলাদেশে নির্বাচন কবে এবং কত তাড়াতাড়ি হবে তা রাষ্ট্রদূত জানতে চেয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 

 

রবিবার (৪ মে) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। 

বৈঠকের বিষয়ে আমির খসরু বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বলেছেন, নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে, তারা জানতে চেয়েছেন।

 

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কবে, কতো তাড়াতাড়ি হবে। সবাই তো একটা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে চায়, একটা কমফোর্ট আছে সকলের। সেজন্য তো সবাই অপেক্ষা করছে, শুধু রাশিয়া নয়। সবাই চাচ্ছেন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে।

 

স্বাভাবিকভাবেই সবাই নির্বাচন ও নির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করছে। 

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে খসরু বলেন, হ্যাঁ ওটার জন্য তারা অপেক্ষা করছেন। বাংলাদেশের দিক থেকেও কো-অপারেশন চাচ্ছেন তারা। সমাপ্তি করতে হবে, এটি প্রজেক্ট। এটা সমাপ্তির পর্যায়ে, বাংলাদেশে সেখান থেকে বড় একটা বিনিয়োগ হয়েছে, সেখানে প্রশ্নবিদ্ধ আছে অনেক কিছু। সেটি ভিন্ন আলোচনা।  

তিনি বলেন, আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্ক, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে কি কি করব আমরা- বাংলাদেশের সঙ্গে তো রাশিয়ার সম্পর্ক অনেক দিনের, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে। তাদের তো যথেষ্ট ইনভেস্টর রয়েছে বাংলাদেশে বিনিয়োগের জন্য। 

মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়: