সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

কিশোরগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ১৭:৫৪, ৪ মে ২০২৫

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতা বহিষ্কার

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২ নেতা বহিষ্কার
সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জ জেলা কমিটির দুই নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এরা হলেন- সিনিয়র যুগ্ম-আহবায়ক মামুন মিয়া ও সংগঠক রিয়াদ আহমেদ উল্লাস।

 

 শনিবার (৩ মে) জেলা কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন দুই নেতাকে বহিষ্কারের নোটিশ দিয়েছেন নিজের ফেসবুকে। নোটিশে ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্সের সই রয়েছে।

 

বহিষ্কারের নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘সাংগঠনিক নীতি আদর্শ ও শৃংখলা পরিপন্থী কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ এবং তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সকল কার্যক্রম থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।’ এ ব্যাপারে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, কিছু সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটি বড় সংগঠন। ফলে বিভিন্ন জায়গা থেকে নানা ধরনের ছেলে নানা উদ্দেশ্যে ঢুকে পড়ে। আগামীতেও কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এর আগে গত ৩০ এপ্রিলের নোটিশে সাংগঠনিক নীতি আদর্শ বহির্ভূত কার্যক্রমের অভিযোগে তাড়াইল উপজেলা কমিটির সদসদ্য সচিব পারভেজ ইসলামের পদ স্থগিত করা হয়েছে। তার বিরুদ্ধে সাংগঠনিক তদন্ত চলছে বলে ইকরাম হোসেন জানিয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরে ৩২১ সদস্যের কিশোরগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়েছিল।

সম্পর্কিত বিষয়: