জাতীয় নাগরিক কমিটি থেকে পদত্যাগ করলেন তাসনিম আফরোজ

জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য শেখ তাসনিম আফরোজ ইমি সংগঠনটির সাথে সকল প্রকার সংশ্লিষ্টতা ত্যাগ করেছেন।
রবিবার (৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ ঘোষণা জানান। তিনি বলেন, “জাতীয় নাগরিক কমিটির সর্বশেষ মিটিং-এর সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মার্চের পর থেকে কমিটির কোনো অর্গানোগ্রামের আর ভ্যালিডিটি নেই। তাই কারোর কাছে পদত্যাগপত্র দেয়ার সুযোগ না থাকায় আমি এই ঘোষণার মাধ্যমে পদত্যাগ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমি আজ, এই মুহূর্ত থেকে জাতীয় নাগরিক কমিটির সাথে সকল প্রকার সংশ্লিষ্টতা ত্যাগ করলাম। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি।”
বিবৃতির শেষাংশে শেখ তাসনিম আফরোজ ইমি দেশের সার্বভৌমত্ব এবং নারী অধিকারের প্রশ্নে আপসহীন অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “কেউ যদি এ বিষয়ে বাঁধা হয়ে দাঁড়ায়, তাকে এক চুলও ছাড় না দিয়ে, প্রয়োজনে জীবন দিয়ে হলেও প্রতিহত করা হবে।”
উল্লেখ্য, শেখ তাসনিম আফরোজ ইমি দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ইস্যুতে সোচ্চার ছিলেন।