হাসনাত আবদুল্লাহ
কুমিল্লার অনেক উপজেলায় বিএনপির রাজনীতি চলে আ.লীগের টাকায়

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে। রাজনীতি আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গেছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই- আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে ইনটেক রেখে আপনি কখনো সংস্কার কার্যক্রম এবং নির্বাচনী কার্যক্রম ঠিক করতে পারবেন না।
শুক্রবার (১৬ মে) কুমিল্লা শিল্পকলা একাডেমির হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত জুলাই ২৪ স্মরণে জুলাই সমাবেশের অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, কিন্তু গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে কোনোভাবেই আমরা স্পেস দিতে পারি না।
তিনি বলেন, আজকে এই সমাবেশে অনেক বিএনপি নেতা উপস্থিত রয়েছেন, যারা বিগত ১৬ বছর বাসায় যেতে পারেননি। আপনাদের মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ নির্বাচনের যে পদ্ধতি বানিয়ে গিয়েছে এই নির্বাচন পদ্ধতি শুধু যেন আওয়ামী লীগ খেলতে পারে সেরকম করে মাঠটা বানানো হয়েছে। আপনারা কি অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের পদ্ধতিতে একটা ওসি নির্বাচন করে দেয়, একটা এসপি নির্বাচন করে দেয়। আপনাদের (বিএনপির) সহযোগিতা দরকার, যেন নির্বাচন পদ্ধতির সংস্কার মাধ্যমে দেশে একটি প্রপার, ফ্রি-ফেয়ার ও অংশগ্রহণমূলক নির্বাচন সরকার করতে পারে।
‘সম্প্রতি নির্বাচন কমিশনে সশরীরে পেপার জমা দেওয়ার একটি প্রস্তাব উঠেছিল, কিন্তু তা নাকচ করা হয়েছে। আমার প্রশ্ন, সশরীরে এসে কাগজপত্র জমা দিতে সমস্যা কোথায়। নির্বাচন কমিশন কেন এমন প্রস্তাবে রাজি হয়নি, তা খতিয়ে দেখতে হবে।’
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘এই দলগুলোকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কী ভাবছে, তা আমাদের স্পষ্ট করে জানাতে হবে। আমরা রাস্তায় না নামা পর্যন্ত কেন কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।’
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও এনসিপির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ ও যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, শহীদ সাদমানের মা কাজী শারমিন, শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল, ড. ফয়জুল ইসলাম, শহীদ ইমাম হাসানের ভাই রবিউল আউয়াল, শহীদ রবিনের মা পারভীন আক্তার প্রমুখ।