শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ১১:৩১, ১৭ মে ২০২৫

অনির্দিষ্টকালের জন্য বন্ধ জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ

অনির্দিষ্টকালের জন্য বন্ধ জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ
সংগৃহীত

জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ (জিইউবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মোস্তফা কামালের সই করা এক অফিস আদেশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়েছে।

 

এতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৫ মে) অনুষ্ঠিত জিইউবির ষষ্ঠ জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। যা শুক্রবার (১৬ মে) থেকে কার্যকর হয়েছে।

 

অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে এবং এই আদেশ শুক্রবার থেকে কার্যকর হবে। তবে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

 

বন্ধের এই বিজ্ঞপ্তিটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরেও পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থিত জার্মান ইউনিভার্সিটি বাংলাদেশ তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছিল।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ