কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক

কক্সবাজারের একটি হোটেলে অনুষ্ঠিত এক গোপন বৈঠকে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র শীর্ষ নেতারা।
মঙ্গলবার (৫ আগস্ট) অনুষ্ঠিত এই বিশেষ বৈঠকে অংশ নেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরউদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা প্রমুখ। তবে বৈঠকের আলোচ্য বিষয় কিংবা ফলাফল সম্পর্কে কোনো পক্ষই এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে এ বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, আজ ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী। ২০২৪ সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ব্যাপক গণবিক্ষোভ ছড়িয়ে পড়ে, যার একপর্যায়ে তিনি পদত্যাগ করে ভারত চলে যান। এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।
নতুন সরকারের গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিশ্রুতি হিসেবে আজই ঘোষণা করা হবে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’, যার লক্ষ্য জাতীয় পুনর্গঠন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা। একইসঙ্গে প্রকাশিত হবে ‘জুলাই জাতীয় সনদ’।
এ আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের নেতারাই পরবর্তীতে গঠন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।