মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

জবি প্রতিনিধি :

প্রকাশিত: ১৮:৫২, ৫ আগস্ট ২০২৫

"শহীদ সাজিদের পরিবারের পাশে তারেক রহমান ও উপহার প্রদান"

সংগৃহীত

জুলাই ২০২৪-এর ঐতিহাসিক ছাত্র আন্দোলনে শহীদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাজিদের পরিবারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

 

মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের সামনে শহীদের পরিবারের হাতে নগদ অর্থ, সম্মাননা স্মারক ও প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেন জবি ছাত্রদলের নেতাকর্মীরা।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, "শহীদ সাজিদ আমাদের প্রেরণার উৎস। তার স্বপ্ন ও আত্মত্যাগকে স্মরণে রাখতে এবং তার পরিবারের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের আন্দোলনের আদর্শ ও আত্মত্যাগ কেউ ভুলিয়ে দিতে পারবে না।"

 

ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, "জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়বদ্ধতা রয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার কেবল সামান্য সহানুভূতির বহিঃপ্রকাশ নয়, বরং তা শহীদদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাফর আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, রবিউল আউয়াল রাশেদ আহমেদ, অনিক সহ আরও অনেকে।

সম্পর্কিত বিষয়: