মঙ্গলবার ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সপ প্রতিবেদক :

প্রকাশিত: ১৬:৩৭, ৫ আগস্ট ২০২৫

গোলাম মাওলা রনি

দেশে চাঁদাবাজি ও মব সন্ত্রাস জ্যামিতিক হারে বাড়ছে

দেশে চাঁদাবাজি ও মব সন্ত্রাস জ্যামিতিক হারে বাড়ছে
সংগৃহীত

রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, দেশে চাঁদাবাজি ও মব সন্ত্রাস ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে এবং এটি জ্যামিতিক হারে বাড়ছে।

 

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, “এই মুহূর্তে যারা শক্তির আধার তারা বিভিন্ন দিক থেকে মব সন্ত্রাস চালাচ্ছে। কিন্তু তাদের পতনও নিহিত রয়েছে এই মবের মধ্যেই। যেখান দিয়ে তাদের শুরু, সেখানেই শেষ হবে।”

 

গোলাম মাওলা রনি অভিযোগ করেন, আওয়ামী লীগের চাঁদাবাজরা ক্ষমতা হারানোর পর নতুন গোষ্ঠী প্রভাব বিস্তার করেছে। নিজেদের আধিপত্য বজায় রাখতে তারা মারামারি, খুনোখুনি, কাটাকাটিতে জড়িয়ে পড়ছে। তার মতে, “তারা খুব দ্রুত নিজেদের তৈরি চাঁদাবাজির যাতাকলে পড়বে।”

 

তিনি আরও বলেন, “এখন যারা সন্ত্রাস, চাঁদাবাজি ও মববাজি প্রমোট করছে এবং সুবিধা ভোগ করছে, তাদের রাজনৈতিক ক্যারিয়ার সম্পূর্ণ পচে গেছে। ভবিষ্যতে তারা দেশ শাসন করবে, ভালো পদে বসবে বা মানুষের শ্রদ্ধা পাবে—এটা একেবারেই অসম্ভব। কারণ রাজনীতিতে টিকে থাকতে ন্যূনতম ইমেজের দরকার আছে, আর সেটা একবার হারালে ফেরানো যায় না।”

 

রনি উল্লেখ করেন, “যারা রাষ্ট্র ক্ষমতায় বসে জনগণের হক নষ্ট করেছে তারা দ্বিতীয়বার ক্ষমতায় ফিরতে পারবে না। অনেকের জন্য এটা ছিল আল্লাহর পরীক্ষা—টাকার লোভ সামলানো, পেশি শক্তি দমন করা। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।”

২০২৪ সালের ৫ আগস্টের পর ঘটে যাওয়া অপরাধ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “এই সময়ের অপরাধগুলো কি আগের সময়ের চেয়ে কম? কোথায় স্বস্তি এসেছে? ভালো কাজের কোনো দৃষ্টান্ত নেই, বরং মন্দ কাজ বেড়েই চলছে।”

সম্পর্কিত বিষয়: