পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক ‘গুজব’ দাবি নাসির সারজিসের

কক্সবাজারের একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের বৈঠকের খবরকে ‘গুজব ও প্রোপাগাণ্ডা’ বলে উড়িয়ে দিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
মঙ্গলবার (৫ আগস্ট) নাসীরুদ্দীন বলেন, “পিটার হাসের সঙ্গে আমাদের কোনো মিটিং হয়নি। পুরোটাই গুজব ও প্রোপাগাণ্ডা। আমরা ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করে এমন নিউজ দেখলাম। এটা গুজব।”
এর আগে, বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে কক্সবাজারের এক হোটেলে এনসিপির শীর্ষ নেতারা পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দলের নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাসনিম জারাসহ কয়েকজন উপস্থিত ছিলেন বলেও সংবাদে উল্লেখ করা হয়।
এ বিষয়ে একই সুর মিলিয়েছেন দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। তিনি এক ক্ষুদেবার্তায় জানান, খবরটি সম্পূর্ণ প্রোপাগাণ্ডা। তাঁর ভাষায়, “কোন সোর্সের ভিত্তিতে পিটার হাসের সঙ্গে মিটিং—এমন প্রোপাগাণ্ডা ছড়ানো হলো জানতে চাই। চিলে কান নিয়ে গেলো—এর উপযুক্ত উদাহরণ এটাই।”
তবে, দিনের শুরুতে প্রচারিত সংবাদে দাবি করা হয়, আজ (৫ আগস্ট) সকালে কক্সবাজারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। যদিও এনসিপির পক্ষ থেকে তা বারবার অস্বীকার করা হচ্ছে।