মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশিত: ০৯:৪৯, ২৬ আগস্ট ২০২৫

ফজলুর রহমানের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন : সাইফুল হক

ফজলুর রহমানের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন : সাইফুল হক
সংগৃহীত

বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যেখানে দেড় থেকে দুই হাজার তরুণ-শ্রমিক শহীদ হয়েছেন, সেখানে এমন আত্মদানকে ছোট করা বা হেয় করা কোনোভাবেই দায়িত্বশীল রাজনৈতিক আচরণ নয়। এতে গণঅভ্যুত্থানের ফ্রন্টলাইনে থাকা কর্মী-সমর্থকরা আহত হয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত অবস্থান থাকতে পারে, তবে মুক্তিযুদ্ধসহ জাতীয় ইতিহাসের সংবেদনশীল প্রশ্নে কাউকে আঘাত করার মতো বক্তব্য দেওয়া উচিত নয়।

ফজলুর রহমানের বাসার সামনে বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, আমি অনলাইনে দেখেছি তার গ্রেপ্তারের দাবিতে মানুষ সমবেত হয়েছেন। তবে দেশে আইন-আদালত আছে। কেউ আহত হলে মামলা করার সুযোগ রয়েছে। মতপ্রকাশের স্বাধীনতার জন্যই তো এত আন্দোলন হয়েছে। তাই আইনকে পাশ কাটিয়ে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে সাইফুল হক বলেন, এ ধরনের সহিংসতা চলতে থাকলে ফেব্রুয়ারির নির্বাচনও নতুন করে ঝুঁকির মুখে পড়বে। অভ্যুত্থানের অর্জন বিসর্জনের মুখে পড়বে। তখন ‘আম ছালা দুটোই চলে যাবে’।

তিনি সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, যারা সহিংসতার পেছনে কাজ করছেন তারা অবিলম্বে থামুন, আইনের আশ্রয় নিন। মতপ্রকাশের বিপরীতে পাল্টা মতপ্রকাশ হতে পারে কিন্তু সহিংসতার পথে যাওয়া যাবে না। বাংলাদেশকে অনিশ্চিত পরিস্থিতিতে ঠেলে দেওয়ার কোনো পদক্ষেপ দেশের জন্য বিপজ্জনক সংকেত।

সম্পর্কিত বিষয়: