মেসিই আমাকে স্বপ্ন দেখিয়েছেন : ডেম্বেলে

বার্সেলোনায় সময়টা ওসমান ডেম্বেলের জন্য খুব একটা সুখকর ছিল না। চোটের কারণে ক্যারিয়ারের বড় অংশই কেটেছে মাঠের বাইরে। তবু এই সময়টাকেই অর্থবহ করে তুলেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার কাছ থেকে অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন ফরাসি তারকা। মেসির দেওয়া পরামর্শ আর স্বপ্নই এখন ডেম্বেলের লক্ষ্য—একদিন ব্যালন ডি’অর জয় করা।
২০১৭ সালে বার্সেলোনায় যোগ দিয়েই মেসির ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন ডেম্বেলে। টানা চার মৌসুম পাশে খেলেছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়ের। মাঠে যখনই সমস্যায় পড়েছেন, মেসি ছিলেন পাশে। এমনকি ড্রেসিংরুমে মেসির পাশের লকারটাও বরাদ্দ ছিল তার জন্য।
ফোরফোরটু-কে দেওয়া সাক্ষাৎকারে ডেম্বেলে বলেন,“প্রথম দিন থেকেই মেসির সঙ্গে আমার সম্পর্কটা ছিল দারুণ। আমার লকার ছিল তার একেবারে পাশে। তিনি আমাকে অনেক বিষয়ে পরামর্শ দিতেন। যেন আগেই বুঝে যেতেন আমি কী চাই। একবার বলেছিলেন, স্বপ্ন পূরণ করতে চাইলে সিরিয়াস হতে হবে। সেই থেকে তার খেলা দেখতাম, শেখার চেষ্টা করতাম।”
মাঠে মেসির চলাফেরা, অবস্থান, কিংবা কৌশল—সবই ছিল ডেম্বেলের শেখার বিষয়। তিনি আরও বলেন,“মেসি নাম্বার টেন খেলুক বা নাম্বার নাইন—অবস্থান নেওয়ার কৌশল ছিল অসাধারণ। মাঝে মাঝে কয়েক মিনিট তাকে মাঠে খুঁজে পাওয়া যায় না, তারপর হঠাৎ বল পেলে যেন আগেই সব ঠিক করে রেখেছেন, কী করতে হবে।”
দলে সতীর্থদের সঙ্গে মেসির বোঝাপড়ার প্রসঙ্গেও মুগ্ধতা প্রকাশ করেছেন ডেম্বেলে।
“জর্দি আলবা কখন উপরে উঠবে, কখন বল দেবে—সব যেন মেসির আগে থেকেই জানা থাকত। ফুটবল তিনি অন্যরকমভাবে বুঝতেন। নিজের অবস্থান সবসময় নিখুঁতভাবে ঠিক করতেন। আর বল যখন তার পায়ে থাকত, তখন কী ঘটতে পারে সেটা তো আমরা সবাই জানি।”
বার্সেলোনায় চার মৌসুমে মেসির সঙ্গে ৯৫ ম্যাচ খেলেছেন ডেম্বেলে। ২০২১ সালে মেসি পিএসজিতে চলে গেলেও, স্মৃতিগুলো এখনও তার কাছে অমূল্য। তাই যখন তাকে জিজ্ঞেস করা হলো, একদিন কি মেয়েকে বলবেন মেসির সঙ্গে খেলার গল্প? ডেম্বেলের হাসিমাখা জবাব—“আমি তো এখনই তাকে বলি!”