পোড়া জিনিস বারবার পুড়িয়ে কি আ. লীগকে দমানো যাবে : মোস্তফা ফিরোজ
পোড়া জিনিস বার বার পুড়িয়ে কি আওয়ামী লীগকে দমানো যাবে বলে প্রশ্ন করেছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ। তিনি বলেন, ‘২৩ নম্বর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সেই বার বার পুড়িয়ে দেওয়া ভবনকে আবার পোড়ানো হলো।
ঝিনাইদহে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ভাস্কর্য। তাতে কী হলো? কী এমন অর্জন হলো?’
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
মোস্তফা ফিরোজ বলেন, ‘আওয়ামী লীগ উপস্থিত নেই। কিন্তু তার পরও লকডাউনের ঘোষণা দিয়ে যে পরিস্থিতি তারা তৈরি করল, তাতেই সবার মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। আওয়ামী লীগ একাই এই কাজটা করল, যেখানে সেই অর্থে তাদের ফিজিক্যাল কোনো প্রেজেন্স নেই, তার মধ্যেই ৪০-৪৫ জনকে আটক করা হয়েছে। এতে আওয়ামী লীগ নিয়ে এখনো বুকের ভেতরে কম্পন আছে সেটা প্রমাণ হয়ে গেল।
সামনে আরো দিন আছে। তখন কী হবে?’
ফিরোজ আরো বলেন, ‘বারবার একই জিনিস পোড়ানো, ভাঙচুর করে বীরত্ব দেখিয়ে লাভ নেই। বরং জনগণকে সংগঠিত করা, জনগণকে বোঝানো যে আওয়ামী লীগের মতো খারাপ দল নেই। এটা বুঝিয়ে তাদেরকে রাজনৈতিকভাবে মানুষের ভেতর থেকে বিচ্যুত করতে হবে।
বারবার ভাঙা বাড়ি ভেঙে, ভাস্কর্য নষ্ট করে জয়ী হওয়া যাবে না। মানুষের মন থেকে আওয়ামী লীগকে বের করতে হবে।’



























