শনিবার ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রাহায়ণ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫, ১৫ নভেম্বর ২০২৫

ফের বিয়ে করলেন অমিতাভ রেজা চৌধুরী

ফের বিয়ে করলেন অমিতাভ রেজা চৌধুরী
ছবি: সংগৃহীত

চিত্রনাট্যকার ও পরিচালক মুশফিকা মাসুদকে বিয়ে করলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এটি তার তৃতীয় বিয়ে।

শুক্রবার (১৪ নভেম্বর) অমিতাভ রেজা নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্ত্রী মুশফিকার সঙ্গে দুটি ছবি দিয়ে তাদের বিয়ের জানান দেন।

পোস্টে তিনি লেখেন, ‘হ্যাঁ, এখন আমাদের সম্পর্কটি একটি নাম পেলো। আলো-ছায়া মিশে থাকা এই জীবনে একসঙ্গে কাটানোর অঙ্গীকার দিলাম।’

স্ত্রীকে চিরকাল একসাথে থাকার অঙ্গীকার জানিয়ে তিনি আরও লেখেন, ‘মুশফিকা মাসুদ, চলো, শুরু হোক আমাদের পথচলা।’

সাধারণত বিয়ের ছবিতে প্রথাগত জমকালো আয়োজন ফুটে ওঠে, কিন্তু অমিতাভ–মুশফিকার বিয়ের ছবিগুলো ছিল একেবারে সাদামাটা। তবুও কোথাও আনন্দের ঘাটতি ছিল না।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিগুলোতে সহজ-সরল ঘনিষ্ঠতার যে আভা ফুটে উঠেছে, তাতে মনে হয় জীবন নিজেই যেন একটু হেসে উঠেছে।

প্রথম ছবিতে দেখা যায়, সোনালি বিকেলের আলোয় উষ্ণতায় ভরে উঠেছে নবদম্পতি। অমিতাভের পরনে ছিল সাধারণ কালো জ্যাকেট, হাতে একটি শিল্পকর্মের বই আঁকড়ে ধরে আছেন। আর মুশফিকা ক্রিম রঙের জ্যাকেট ও নীল স্কার্ফ পরে তার পাশে দাঁড়িয়ে আছেন।

দ্বিতীয় ছবিতে দু’জনের মুখেই স্পষ্ট আনন্দের ছাপ যেন ছোট্ট এক উৎসব। দুজনেই আঙটি দেখিয়ে হাসছেন, যা তাদের ভালোবাসার নিদর্শন।

স্ত্রী মুশফিকা মাসুদ পেশায় চিত্রনাট্যকার ও পরিচালক। তিনি যুক্তরাজ্যের লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশন এবং ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন নিয়ে পড়াশোনা করেন।তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের এক উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার অর্জন করে।

উল্লেখ্য, অমিতাভ এর আগে অভিনয়শিল্পী নওরীন হাসান খান জেনী ও মিম রশিদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন অমিতাভ। একটা সময় এসে তাদের দুজনের সঙ্গে দাম্পত্যজীবনের ইতি ঘটে।

জনপ্রিয়