শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারবো না : নুর
শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করা যাবে না মন্তব্য করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, শেখ মুজিবের তো অবদান আছে। এটা অস্বীকার করা যাবে না। মানুষের ভালো-মন্দ মিলিয়ে আছে। মুক্তিযুদ্ধের সংগ্রামে আপসহীন লড়াকু নেতা শেখ মুজিবুর রহমান। এটা অস্বীকার করার উপায় নেই।
একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে এ কথা বলেন তিনি।
নুর বলেন, শাসক শেখ মুজিবুর রহমানের পলিসি নিয়ে, নীতি নিয়ে আমাদের সমালোচনা আছে। কিন্তু তার মুক্তিযুদ্ধে অবদানকে অস্বীকার করতে পারব না।
সেটার পক্ষে একজন কথা বললে আওয়ামী লীগের দালাল হয়ে যাবে? এটা যারাই করছেন, যে দলেরেই হোক— এটা খুব জঘন্য কাজ করছেন। এরাই সমাজে বিদ্বেষ ছড়াচ্ছে, বিভাজন তৈরি করছে। যেই দলের হোক, গণ অধিকার বিএনপির বা জমায়াত-শিবিরের বা ইসলামী আন্দোলনের হোক, তাদের বিষয়ে আমাদের সচেতন থাকাটা খুব জরুরি।



























