শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২১:৫৪, ১৬ অক্টোবর ২০২৫

রেকর্ড লক্ষ্য দিয়েও ১০ উইকেটের হার বাংলাদেশের

রেকর্ড লক্ষ্য দিয়েও ১০ উইকেটের হার বাংলাদেশের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড রান করেও হেরে গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার ভারতের বিশাখাপত্তনমেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৯৮ রান করে বাংলাদেশ।

দলের হয়ে হাল ধরেন সোবহানা মোস্তারি। তিনি ৮০ বল মোকাবেলা করে ৯টি বাউন্ডারির সাহায্যে সর্বোচ্চ ৬২ রান করেন। ৫৯ বলে ৮টি বাউন্ডারির মাধ্যমে ওপেনার রুবাইয়া হায়দার করেন ৪৪ রান। এছাড়া শারমিন আক্তার ১৯ এবং অধিনায়ক নিগার সুলতানা ১২ রান করে ফেরেন। সোবহানার অনবদ্য ইনিংসে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডেতে সর্বোচ্চ ১৮৯ রানের রেকর্ড গড়ে। এর আগে ২০২২ সালের ২৫ মার্চ নিগার সুলতানার নেতৃত্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বোচ্চ ১৩৫ রান ছিল।

টারের প্রতি নেমে অস্ট্রেলিয়ার ওপেনার অ্যালিসা হিল ও ফোবি লিচফিল্ডের ব্যাটিং তাণ্ডবে মাত্র ২৪.৫ ওভারে ১০ উইকেটে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। অধিনায়ক অ্যালিসা হিলি ৭৭ বলে ২০টি বাউন্ডারির সাহায্যে সেঞ্চুরি (১১৩) করেন। ফোবি লিচফিল্ড ৭২ বলে ১২টি চার ও এক ছক্কায় ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

বাংলাদেশের জন্য এই হারের ফলে সেমিফাইনালের পথ কঠিন হয়ে গেছে। টুর্নামেন্টের প্রথম চার ম্যাচে তিনটিতে হেরে টাইগ্রেসরা এখন পঞ্চম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড রান করেও হার স্বীকার করল।

বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করতে হলে বাংলাদেশকে আগামী ২০ ও ২৬ অক্টোবর শ্রীলংকা ও ভারতের বিপক্ষে অবশ্যই জয় পেতে হবে।

জনপ্রিয়