হাসপাতালে তমা মির্জার মা, চাইলেন দোয়া

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী তমা মির্জার মা হঠাৎ অসুস্থ হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে সিসিইউতে রাখা হয়েছে এবং চিকিৎসকরা তত্ত্বাবধান করছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে তমা মির্জা সামাজিক মাধ্যমে এই খবর জানান। তিনি হাসপাতালের সিসিইউ বিভাগের সামনে একটি ছবি পোস্ট করে লেখেন, *“আম্মু হাসপাতালে ভর্তি। সবাই তার জন্য দোয়া করবেন।”*
তমা মির্জা বিস্তারিত জানিয়েছেন না, তবে ভক্ত ও অনুরাগীরা মন্তব্যের ঘরে তার মায়ের সুস্থতা কামনা করেছেন।
ব্যস্ত নায়িকাদের একজন তমা মির্জা। তাকে সর্বশেষ দেখা গেছে শিহাব শাহীনের ‘দাগি’ সিনেমায়, যেখানে তার বিপরীতে ছিলেন আফরান নিশো।