শুক্রবার ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সংবাদ পরিক্রমা ডেস্ক

প্রকাশিত: ২০:৫৫, ১৬ অক্টোবর ২০২৫

বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, ইসলাম বিদ্বেষী নয় : সালাহউদ্দিন

বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, ইসলাম বিদ্বেষী নয় : সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দল হিসেবে বিএনপির অবস্থান তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, ইসলাম বিদ্বেষী নয়। কেউ যদি বলে বিএনপি ইসলাম বিদ্বেষী, সেটা নিঃসন্দেহে অপপ্রচার। বিএনপির ইতিহাসে সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করা হয়েছে, আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়ায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরাবিয়া ইসলামিয়া জিরি মাদরাসা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি মাদরাসার শিক্ষক ও ছাত্রদের সঙ্গে মতবিনিময় করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শুধু রাজনৈতিক কারণে, কিংবা ক্ষমতা লাভের জন্য কেউ যেন দ্বীনকে (ধর্মকে) ব্যবহার না করি। যেন বিভিন্ন অপব্যাখ্যা না দেই।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের নামের সঙ্গে যদি ‘ইসলাম’ শব্দটা থাকে, তাহলে কি তারা ইসলামের মালিক হয়ে যায় ? আমরা যেন রাজনৈতিক কারণে ইসলামের ব্যবহার বন্ধ করি। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, দুনিয়াবী স্বার্থে বা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ধর্মের ক্ষতি করা ঠিক নয়।

জনপ্রিয়