জাতিসংঘের ৮০ বছর পূর্তিতে ঢাকায় যুব আলোকচিত্র প্রদর্শনী
জাতিসংঘের ৮০তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় শুরু হয়েছে “পরিবর্তনের অনুঘটক হিসেবে যুবসমাজ” শীর্ষক জাতিসংঘের ৮০তম যুব আলোকচিত্র প্রদর্শনী।
বুধবার রাজধানীর জাতিসংঘ ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্রদর্শনীর, যেখানে বাংলাদেশের তরুণ আলোকচিত্রীদের তোলা ৮০টি অনন্য ছবি প্রদর্শিত হচ্ছে।
প্রদর্শিত ছবিগুলো জাতিসংঘের ৮০ বছরের কাজের প্রতীক হিসেবে তুলে ধরছে বাংলাদেশের তরুণদের সৃজনশীলতা, স্থিতিস্থাপকতা এবং টেকসই ও সমতার বিশ্ব গঠনে তাদের অবদান।
বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী ডোমেনিকো স্কাল্পেলি বলেন, “বাংলাদেশের তরুণরা ইতিমধ্যেই ভবিষ্যৎ গড়ছে—জলবায়ু-স্মার্ট গ্রাম তৈরি করছে, STEM-এ মেয়েদের পরামর্শ দিচ্ছে, অন্তর্ভুক্তি ও সমতার পক্ষে কথা বলছে এবং অভাবী পরিবারগুলিকে সহায়তা করছে। প্রতিটি ছবি আমাদের আহ্বান জানায় যুবসমাজে বিনিয়োগ অব্যাহত রাখার, কারণ তারাই টেকসই উন্নয়নের নেতৃত্ব দিচ্ছে।”
এই বছরের সেপ্টেম্বরে প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়। শহর ও দুর্গম এলাকার তরুণদের পাশাপাশি রোহিঙ্গা যুবকরাও এতে অংশ নেওয়ার সুযোগ পায়। জাতিসংঘের যুব উপদেষ্টা গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি জুরি বোর্ড সৃজনশীলতা, প্রাসঙ্গিকতা এবং গল্প বলার দক্ষতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করে।
অসাধারণ সৃজনশীলতা ও গল্প বলার জন্য তিনজন তরুণ আলোকচিত্রীকে প্রদান করা হয় UN80 যুব পুরস্কার।
প্রথম পুরস্কার বিজয়ী আল আমিন হোসেন বলেন, “আমার ছবির মাধ্যমে আমি আশা ও ইতিবাচক পরিবর্তনের বার্তা দিতে চেয়েছিলাম। তরুণ হিসেবে আমরা ঝুঁকিপূর্ণ মানুষের পাশে দাঁড়িয়ে, তাদের কথা শুনে ও লিঙ্গ সমতা নিশ্চিত করে সমাজে পরিবর্তন আনতে পারি। অগ্রগতি তখনই সম্ভব, যখন আমরা একসাথে এগিয়ে যাই।”
জনসাধারণের জন্য প্রদর্শনীটি ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৫ পর্যন্ত ঢাকার শাহাবুদ্দিন পার্কে উন্মুক্ত থাকবে। সেখানে দর্শকরা দেখতে পারবেন বাংলাদেশের তরুণ আলোকচিত্রীদের সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গি ও উন্নত আগামীর স্বপ্ন।



























